একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান সরকার তথ্য প্রযুক্তি সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে ‘রূপকল্প-২০২১’ ঘোষণা করেছে। ‘জনগণের দোরগোড়ায় সেবা’ পৌঁছে দেয়ার মূলমন্ত্র নিয়ে সরকারের গৃহীত বিভিন্ন নীতিমালা, পরিকল্পনা ও সিদ্ধান্ত সমূহ দ্রুত ও সফলতার সাথে বাস্তবায়নের লক্ষ্যে মাঠ প্রশাসনকে নতুন আঙ্গিকে উপস্থাপনের প্রচেষ্টা চলছে। এক্ষেত্রে জেলা প্রশাসনের গুরুত্ব অপরিসীম। জেলা প্রশাসক মাঠ প্রশাসনের কেন্দ্র বিন্দু হিসেবে সরকারের প্রতিনিধিত্ব করেন। তথ্য বাতায়নে তথ্য সংযুক্তি এবং নিয়মিত কার্যক্রমের তথ্যাদি হালনাগাদ করণের মাধ্যমে জেলা প্রশাসনের সাথে জনগণের সম্পৃক্ততা আরো সুদৃঢ় করা সম্ভব হবে। জেলা এবং জেলার বাইরে প্রত্যেকেই এই ওয়েবপোর্টাল ব্যবহার করে স্বল্প সময়ে এবং সাশ্রয়ী উপায়ে সেবা গ্রহণ করতে সক্ষম হবেন। এই ওয়েবপোর্টাল জেলা প্রশাসনের সাথে জনগণের সম্পৃক্ততা এবং জবাবদিহিতা যেমন বাড়বে তেমনি বিশ্বব্যাপী সকল স্তরের নাগরিক বিভিন্ন তথ্য ও সমস্যা সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে প্রতিকার পাবেন। সুশাসন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ওয়েব সাইটটি একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে। ওয়েব সাইটটি জেলার তথ্যভান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।